অথচ অর্থমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রী জানিয়েছিলেন, চলতি অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ।
এমনকি বাজেটেও প্রাক্কলন করা হয়েছিলো যে, প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে।
অথচ প্রবৃদ্ধি কম দেখালো সংস্থাটি।
বুধবার (১১ জানুয়ারি) বিশ্বব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) সংস্থাটির বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা ২০১৭ (গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস) প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। ওয়াশিংটন থেকে মধ্যরাতে এ রিপোর্ট প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এমআইএস/এএসআর