এর আগে ২০১৫ সালের আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংক গর্ভনরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন ফয়সাল। তারও আগে কম্বোডিয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ও আইএমএফের মনিটরি অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস বিভাগেও কাজ করেছেন।
২০০৩ সালে আইএমএফ-এ যোগদানকারী ফয়সাল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ভিজিটিং স্কলার ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি আইএমএফের হয়ে আফ্রিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যেও সুনামের সঙ্গে কাজ করেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী ফয়সাল প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সেও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সিএফএ চার্টারহোল্ডার।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
পিআর/জেডএস