ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

ফুলপুরে ইসলামী ব্যাংকের ৩৩১তম শাখা উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ফুলপুরে ইসলামী ব্যাংকের ৩৩১তম শাখা উদ্বোধন ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইসলামী ব্যাংকের ৩৩১তম শাখার উদ্বোধন

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইসলামী ব্যাংকের ৩৩১তম শাখার উদ্বোধন করা হয়েছে।
 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার হালুয়াঘাট রোডে হাজী আব্দুস সামাদ প্লাজার দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্ত খান।

এসময় ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মনোয়ারা খাতুন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।