শনিবার (১২ মে) ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) অডিটরিয়ামে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইবিটিআরএ-র ডাইরেক্টর জেনারেল ডক্টর মাহমুদ আহমদ।
প্রধান অতিথির ভাষণে প্রফেসর নাজমুল হাসান বলেন, ইসলামী ব্যাংক সোয়া কোটি গ্রাহকের ব্যাংক। এ ব্যাংক টাকার ব্যবসা করে না। সম্পদভিত্তিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে। ইসলামী ব্যাংক আপসহীন শরীআহর নীতি অবলম্বন করে বলেই এটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। শরীআহ্ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের মধ্যে আরও সচেতনতা বাড়াতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১২, ২০১৮
এসএইচ