ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

কর্মীদের স্বাস্থ্যসেবা দিলো এবি ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
কর্মীদের স্বাস্থ্যসেবা দিলো এবি ব্যাংক ফটোসেশনে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ অন্যরা।

ঢাকা: কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মীদের স্বাস্থ্যসেবা দিয়েছে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড (এবি ব্যাংক)।

সোমবার (১৮ নভেম্বর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এবি ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এবি ব্যাংকের কর্মীদের জন্য দিনব্যাপী হেল্থ ক্লিনিকের আয়োজন করা হয়।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এই কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রমে অংশ নেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ, কর্মকর্তা ও সহায়তাকারী কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।