ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মহিলা উপশাখা চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মহিলা উপশাখা চালু

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চৌধুরী বাড়িতে ‘মহিলা উপশাখা’ চালু করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকটির এ বিশেষ উপশাখার উদ্বোধন করা হয়।

নারীর সামাজিক এবং আর্থিক ক্ষমতায়নকে সুদৃঢ় করতে এ উপশাখা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্ঠা মুহাম্মদ আলী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও নারায়নগঞ্জ শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরকে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. কায়সার আহমেদ, ইউনাইটেড নীটওয়্যারসের ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, চৌধুরীবাড়ির ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোহসিন ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।