ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ব্যাংকিং

৮ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করল এসআইবিএল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
৮ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করল এসআইবিএল

ঢাকা: দেশব্যাপী আটটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভার্চ্যুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো যথাক্রমে ভবানীগঞ্জ বাজার ও বশিকপুর বাজার, লক্ষ্মীপুর, পয়ালজোষ ও বলাখাল বাজার, চাঁদপুর, ইকড়ি বাজার, পিরোজপুর, বাসুদেব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, মান্নান নগর বাজার, নোয়াখালী, ভোজপুর বাজার, মৌলভীবাজারে উদ্বোধন করেন।

 

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের  এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।