ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

রূপালী ব্যাংক ও বিডিএসের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
রূপালী ব্যাংক ও বিডিএসের মধ্যে চুক্তি

ঢাকা: ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৩.৫০ শতাংশ সুদে এমএফআই প্রতিষ্ঠান বিডিএস বরিশাল ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি (এমওইউ) সই হয়েছে।  

সোমবার (২৫ জানুয়ারি) রূপালী ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিডিএস ভবন বরিশালের সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান ও বিডিএস বরিশালের নির্বাহী পরিচালক সরদার হুমায়ুন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

রূপালী ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে বিডিএসের সভাপতি লীলা চক্রবর্তী, ব্যাংকের ডিজিএম জেবু সুলতানা ও রোকনুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।