ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

২৬ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
২৬ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি

ঢাকা: ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২১মার্চ) দুপুর ১২টার দিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির অংশ হিসেবে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতা কর্মীদের সঙ্গে দিয়ে ২৬ মার্চ সকালে সাভার স্মৃতিসৌধে এবং পরে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা দিবেদন করবেন।

কর্মসূচি শেষে বিকেলে ২৬ মার্চের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমএম/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।