ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে লক্ষ্মীপুরে সমাবেশ করেছেন যুবদলের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব,  যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রশিদুল হাসান লিংকন, যুগ্ম সম্পাদক মনছুর আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ  সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, সদর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, পৌর যুবদলের সাধরণ সম্পাদক সৌরব হোসেন ভুলু ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।