ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার বিরুদ্ধে মানহানির মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
খালেদার বিরুদ্ধে মানহানির মামলা

ঢাকা: প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে তিনশ’ মিলিয়ন ডলার সংক্রান্ত ‘মিথ্যা’ বক্তব্য দিয়ে মানহানি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

রোববার (১৫ মে) সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলা করা হয়।

পরে শুনানি শেষে সিএমএম আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুদ শাহবাগ থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী এ বি সিদ্দিকী বাংলানিউজকে নিজেই বিষয়টি জানিয়েছেন।

গত ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  জনসভায় বক্তব্য দেওয়ার সময় জয়ের অ্যাকাউন্টে তিনশ মিলিয়ন ডলার রয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।

এ ঘটনায় জয়ের মানহানি হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করা হয়। সকাল ১১টা নাগাদ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬, আপডেট: ১৪৫০ ঘণ্টা
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।