ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বুধবার বিএনপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ৭, ২০১৬
বুধবার বিএনপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

বুধবার (০৮ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান মঙ্গলবার (০৬ জুন) বিকেলে  এ তথ্য জানান।
 
বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কিমিটির সদস্যরাসহ চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপন্থী অর্থনীতিবিদরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিভিন্ন সভা-সেমিনারে বিএনপি নেতারা এ বাজেটকে অযৌক্তিক, অবাস্তব, গরিব মারার বাজেট হিসেবে আখ্যায়িত করলেও বুধবারই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বিএনপি।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।