ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৬
পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেশাজীবী নেতা ও বিশিষ্ট  নাগরিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
রোববার ( ১২ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনেভেনশন সেন্টার, বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের ৫ মিনিট আগে হলরুমে প্রবেশ করে সোজা মঞ্চে চলে যান খালেদা জিয়া। ইফতার শেষে মঞ্চ থেকে নেমে পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
 
মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেন- প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক বিমান বাহিনী প্রধান ছদরুল আমিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শিক্ষক নেতা এ জে ড এন তাহমিদা বেগম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক সংগ্রামের আবুল আসাদ, বাংলাদেশে প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান, সাবেক সচিব এএসএম আবদুল হালিম, প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, কবি আবদুল হাই শিকদার, এম আবদুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।
 
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে হল রুমে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধ‍ুরী, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ইফতার মাহফিলে অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ১২, ২০১৬, আপডেট: ২০০৩ ঘণ্টা
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।