ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

আদালতে যাচ্ছেন না খালেদা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, জুলাই ১০, ২০১৬
আদালতে যাচ্ছেন না খালেদা 

ঢাকা: নাইকো দুর্নীতি মামলায় সোমবার (১১ জুলাই) আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

রোববার (১০ জুলাই) রাতে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আদালতে সোমবার নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন। ’

সোমবার এ ‍মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা দেওয়ার কথা ছিলো বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।  

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

পরবর্তীতে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এজেড/এমআই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।