ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

গুলশান হামলায় নিহতদের স্মরণে বিএনপির শোক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জুলাই ১২, ২০১৬
গুলশান হামলায় নিহতদের স্মরণে বিএনপির শোক সভা

বগুড়া: রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বগুড়ায় বিএনপির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীরা কালো পতাকা হাতে অবস্থান করেন।


 
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ী রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।
 
শোক সভায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সভা-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলা, সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, আব্দুর রহমান, ডা. মামুনুর রশীদ মিঠু, উপদেষ্টা মো. শোকরানা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পবন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।