ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিএনপি

নাটোরে বিএনপির শোক র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুলাই ১২, ২০১৬
নাটোরে বিএনপির শোক র‌্যালি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে নাটোরে শোক র‌্যালি ও সভা করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের করেন নেতাকর্মীরা।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে গিয়ে শোক সভায় মিলিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন টগর, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শহিদুল্লাহ সোহেল প্রমুখ।

এ সময় বক্তারা নিহতদের রুহের মাগফেরাত কামনা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।