ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গণতন্ত্রের পক্ষে কথা বলায় তারেককে সাজা দেওয়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
গণতন্ত্রের পক্ষে কথা বলায় তারেককে সাজা দেওয়া হয়েছে

ঢাকা: গণতন্ত্রের পক্ষে কথা বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (২৫ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের সাজা দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের অ‍ায়োজন করা হয়।

রিজভী বলেন, ‘মুদ্রাপাচার মামলায় তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা না পেয়েও তাকে সাজা দেওয়া হলো। এ দেশে যারা বিরোধী দল, গণতন্ত্রের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন- তাদের বাইরে থাকার কথা না; তারা থাকবেন জেলে, তারা গুমের শিকার হবেন- এটাই সরকারের বাস্তবতা। ’

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ছাত্রনেতা আতাউর রহমান ঢালী, মুক্তিযোদ্ধা সাদেক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমসি/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।