ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

টঙ্গী দুর্ঘটনায় হত‍াহত, বিএনপি’র চেয়ারপারসনের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, সেপ্টেম্বর ১০, ২০১৬
টঙ্গী দুর্ঘটনায় হত‍াহত, বিএনপি’র চেয়ারপারসনের শোক

ঢাকা: গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদ‍ুল আজহার আগে এ ধরনের মর্মান্তিক ঘটনায় আমি আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত।

সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

অন্যদিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন সকাল ৬টার দিকে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড নামে ওই কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।