ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পরবর্তী আন্দোলনে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
পরবর্তী আন্দোলনে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির পরবর্তী আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

শনিবার (০১ অক্টোবর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত মহিলা দলের এক যৌথসভায় তিনি এ আহ্বান জানান।

আফরোজা আব্বাস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মহিলা দল। অতীতে এ দল আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলো, এখনও থাকবে। রাজপথে থেকে আমরা এ সরকারের পতন ঘটাবো। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। ’

নারী নেত্রীদের উদ্দেশ্যে নবগঠিত মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘বিগত কমিটিতে থাকার সময় নিজেদের মধ্যে যেভাবে মারামারি ও ঝগড়া করেছেন, সেটা থেকে আপনারা বিরত থাকবেন। ’

চেয়ারে বসা নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করা যাবে না। পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর মহিলা দল ও বিভিন্ন বিভাগের মহিলা দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএম/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।