ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার, প্রতিবাদে বাজার বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার, প্রতিবাদে বাজার বন্ধ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ তালুকদারকে দল থেকে বহিষ্কার করার প্রতিবাদে বাজারের দোকান-পাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

দল থেকে বহিষ্কার করার তথ্য ছড়িয়ে পড়লে শুক্রবার (৭ অক্টোবর) সকাল থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ীরা বন্ধ রাখা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম (টিপু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, আব্দুর রউফ তালুকদার পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং ১৯৯৯ সাল থেকে বিএনপির বকশীগঞ্জ উপজেলা শাখার সভপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার মতো একজন জনপ্রিয় নেতাকে দল থেকে বহিষ্কার করার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

আরেক ব্যবসায়ী জাকারিয়া নাসিম জানান, রউফ তালুকদারের অসম্মান আমরা কোনোভাবেই মেনে নেবো না।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।