ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: খালেদা

ঢাকা: চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের জন্য তাকে স্বাগত জানিয়েছে বিএনপি। বিএনপি এবং এ দেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়।

যা আরও গভীর হবে এই সফরে।

খালেদা জিয়া শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ বিষয়ে মত দেন। যাতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বিভিন্ন সহযোগিতায় পাশে ছিল দেশটি।

রাষ্ট্রপতি শি জিনপিংয়ের এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে।

মূলত দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকাল পৌনে ১২টায় ঢাকায় পৌঁছান শি জিনপিং। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।