ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

থাই রাজার মৃত্যুতে খোলা শোক বইতে ফখরুলের স্বাক্ষর

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
থাই রাজার মৃত্যুতে খোলা শোক বইতে ফখরুলের স্বাক্ষর

ঢাকা: থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে শোক বই খুলেছে ঢাকাস্থ থাইল্যান্ডের দূতাবাস। মঙ্গলবার শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের দূতাবাসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সিরিরাজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজা ভুমিবল মারা যান। ৭ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন থাই রাজা।

১৯৪৬ সালে রাজ সিংহাসনে আরোহন করা ভুমিবল বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আসীন থাকা রাজা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।