ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: কারাবন্দি ও মিথ্যা মামলার শিকার নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বগুড়ায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

 

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপদেষ্টা মো. শোকরানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার বিএনপিকে ভয় পায়। এ কারণে মিথ্যা মামলা দিয়ে দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে ভরে রেখেছে।

এভাবে বাকশাল কায়দায় জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না উল্লেখ করে তিনি বলেন, মামলা-হামলা দিয়ে দলীয় নেতাকর্মীদের দমন করা যাবে না। তাই সময় থাকতে দলীয় নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।