ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নিখোঁজ ছাত্রদল নেতা মুন্নার বাবাকে দেখতে গেলেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
নিখোঁজ ছাত্রদল নেতা মুন্নার বাবাকে দেখতে গেলেন ফখরুল

ঢাকা: নিখোঁজ ছাত্রদল নেতা নিজাম উদ্দিন মুন্নার অসুস্থ বাবাকে দেখতে তার দক্ষিণখানের বাসায় গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৬ নভেম্বর) সকাল ১১ টায় মুন্নার বাসায় গিয়ে তার বাবার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।

এ সময় মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মুন্নার বাবার হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এ সময় মুন্নার বাবাসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজ-খবর নেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি মহাসচিব।  
 
একই সঙ্গে এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির বিত্তবান নেতাদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিগত সরকার বিরোধী আন্দোলনের সময় নিখোঁজ হন বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্না।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
এজেড/আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।