ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

জাতীয় পার্টির সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জাতীয় পার্টির সঙ্গে খালেদার বৈঠক

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
 
রোববার (০৬ নভেম্বর) রাত ৯ টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

শেষ হয় রাত সাড়ে ১০ টায়।
 
দেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। জাতীয় পার্টির নেতাদেরকে ২০ দলীয় জোটের সব ধরনের কর্মকাণ্ডে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান জোট নেত্রী খালেদা জিয়া।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টি এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, অধ্যাপক ড. একে এম শহীদুল ইসলাম, এয়ার আহমেদ সেলিম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, জাফরউল্লাহ খান চৌধুরী, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, মুহম্মদ আবু নাসের সৌধুরী ও মো, সেলিম মাস্টার।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এজেড/ওএইচ/

**
রাতে জাতীয় পার্টির সঙ্গে খালেদার বৈঠক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।