ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫ ছবি: আনোয়ার হোসেন রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় প্রেসক্লাবের ভেতরে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ভেতরে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (০৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আলোচনা সভা চলছিল। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে দলের পাঁচজন গুরুতর আহত হন। এ সময় মিলনায়তনটিতে ভাঙচুরও করেন বিবদমান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইউএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।