ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু‍

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু‍

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মো. গাউসুল আজম ডলারের (৪৮) মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি......রাজেউন)।

গাইবান্ধা: গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মো. গাউসুল আজম ডলারের (৪৮) মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি......রাজেউন)।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত গাওছুল আজম ডলার গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার মো. আফতাব খন্দকারের ছেলে। তিনি বাসে আগুন দেওয়ার ঘটনার মামলায় গ্রেফতার হয়ে জেলা কারাগারে ছিলেন।

গত (০৫ অক্টোবর) রাতে নাশকতার মামলায় পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পলাশবাড়ী থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বাসে পেট্রোলবোমা হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন ডলার।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদার রহমান জানান, কারাগারে সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ডলার। এরপর দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এসপি জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপি নেতা ডলারের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।