ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় মিছিলটি হয়।

 

বিএনপি নেতাকর্মীরা বলেন, ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বিশমাইল এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এদিকে মিছিল থেকে বিএনপির দুই নেতাকর্মীকে আটকের অভিযোগ করা হয়েছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমার জানা নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।