ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রাজশাহী: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১৪ নভেম্বর)  বিকেল পাঁচটার দিকে মহানগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় বিএনপির সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

এছাড়া সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন- সরকার গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। বিরোধী দল ও মত দমনের ফলে গণতন্ত্র আজ রুদ্ধ হয়ে পড়েছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।