ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

‘আ.লীগ সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
‘আ.লীগ সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে’ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার নিজেদের ধর্মনিরপক্ষ দাবি করলেও তারা সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে।’

লালমনিরহাট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার নিজেদের ধর্মনিরপক্ষ দাবি করলেও তারা সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। ’

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির শহিদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে  স্থানীয় বিএনপির কর্মী সমাবেশের আগে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রীতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনা স্থানীয় আওয়ামী-যুবলীগের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘জেলা পরিষদ ও সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত হয়নি। ’

এ সময় কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য রেজওয়ানুল হক, নির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন আজাদ ও লালমরিহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।

এদিকে, বিকেলে মির্জা ফখরুল শহিদ আবুল কাসেম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জেলা বিএনপি আয়োজিত বড়বাড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে সন্ধ্যায় কর্মী সমাবেশে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।