ঢাকা: বর্তমান প্রজন্মকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।
সভার প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা লড়েছেন তাদের নেতৃত্বদানকারী ছিলেন মওলানা ভাসানী। যিনি জনগণের জন্য রাত দিন পরিশ্রম করে গেছেন। ’
তিনি বলেন, ‘মওলানা ভাসানীর আদর্শের অনুসারী ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর সেই আদর্শকে ধারণ করেছেন তারই পুত্র তারেক রহমানও। ’
‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে ভাসানীর আদর্শের অনুসারী হতে হবে,’ যোগ করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘তার (মওলানা ভাসানী) টাকা-পয়সা ছিলো না তবে মানুষের প্রতি ছিলো অকৃত্রিম ভালোবাসা। যা দিয়ে সবার মাঝে অমর হয়ে আছেন তিনি। ’
আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজরুল হক নান্নু, বাংলাদেশ ন্যাপের প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেডএফ/এমএ