ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
 
সোমবার (২১ নভেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, আব্দুর রহমান, খাজা ইফতেখার আহমেদ, মীর শাহে আলম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, পরিমল চন্দ্র, শাহ মো. মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, মাহবুব হাসান লেমন, ফারুকুল ইসলাম ফারুক, লিটন শেখ প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমবিএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।