ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ত্রিশালে প্রাইভেটকার চাপায় বিএনপি নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ত্রিশালে প্রাইভেটকার চাপায় বিএনপি নেতার মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম প্রিন্স (৬০) প্রাইভেটকার চাপায় মারা গেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম প্রিন্স (৬০) প্রাইভেটকার চাপায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের নজরুল বিশ্ববিদ্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার প্রিন্সের মোটরসাইকেলকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ও ওয়াসিম নামে এক যুবক আহত হন।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমএএএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।