ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

বিএনপিকে ঘুরে দাঁড়াতে নির্বাচনে জয় দরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, নভেম্বর ২৮, ২০১৬
বিএনপিকে ঘুরে দাঁড়াতে নির্বাচনে জয় দরকার ছবি: বাংলানিউজ

বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে নির্বাচনে জয় দরকার বলে মন্তব্য করেছেন নারায়ণঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিএনপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ: বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে নির্বাচনে জয় দরকার বলে মন্তব্য করেছেন নারায়ণঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিএনপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ডিআইটিতে জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আসন্ন সিটি নির্বাচন বিষয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে নির্বাচনে জয় দরকার, আমার প্রতি ক্ষোভ থাকতে পারে, কিন্ত দলের স্বার্থে, খালেদার স্বার্থে আমরা দলের জয়ের জন্য কাজ করবো। ’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক আকরাম প্রধান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, জেলার যুগ্মআহ্বায়ক রিয়াদ মো. চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬

এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।