ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

শনিবার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
শনিবার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা

জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শনিবার (০৩ ডিসেম্বর) রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শনিবার (০৩ ডিসেম্বর) রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে দলীয় সূত্র বলছে, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) নিয়ে কথা বলতেই দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া।

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ও উঠে আসবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জেডএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।