ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

বরিশাল উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বরিশাল উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি বহিষ্কার

বরিশাল উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি লোকমান হোসেন খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল: বরিশাল উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি লোকমান হোসেন খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নুরুল আলম রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- বহিষ্কারের এ সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের নির্দেশক্রমে প্রকাশ ও প্রচার করা হলো। তবে, কি ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি তা উল্লেখ করেননি ওই বার্তায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬।
এমএস/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।