ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মুন্সীগঞ্জে বিএনপির বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
মুন্সীগঞ্জে বিএনপির বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, আহত ১০

মুন্সীগঞ্জে পঞ্চসার ইউনিয়নে বিএনপির বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পঞ্চসার ইউনিয়নে বিএনপির বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে মুক্তারপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

সদর উপজেলা বিএপির সভাপতি মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলা বিএনপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে এসে অনুষ্ঠানে আতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৮-১০ জন আহত হন।

এ সময় হামলাকারীরা ফাঁকা গুলি চালায় বলেও দাবি করেন তিনি।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ঘটনাটি শুনেছি, আহত হওয়ার বিষয়টিও জেনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে আহতদের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজ ঢালীকে (৪৫) গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।