ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিএনপি

কুমিল্লায় যুবদলের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, এপ্রিল ২৭, ২০১৭
কুমিল্লায় যুবদলের কমিটি ঘোষণা

কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট পৃথক দু’টি কমিটি ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেন। তবে পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি হিসেবে উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু, সহ-সভাপতি পদে মঞ্জুরুল আলম রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে হাসান মজুমদার ও সাংগাঠনিক সম্পাদক পদে খলিলুর রহমান বিপ্লবের নাম ঘোষণা করা হয়েছ।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলে সভাপতি পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল হক, সহ-সভাপতি পদে ফেরদৌস পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক পদে তোফায়েল আহম্মদ জুয়েলেন নাম ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কমিটির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

কুমিল্লা সিটি করপোরেশন হওয়ার প্রায় ছয় বছর পর মহানগর কমিটির অনুমোদন দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।