বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) সকালে শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্বাচনকালীন একটা সহায়ক সরকারের কথা বলেছি, যাতে করে সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হয়।
৫ জানুয়ারির মতো নির্বাচন জনগণ আর মানবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। গণতন্ত্রের জন্য তাদের দীর্ঘ লড়াই-সংগ্রামের অতীত ইতিহাস রয়েছে। লড়াই করেই তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চায়। সুতরাং ক্ষমতাসীনরা যদি মনে করে, ৫ জানুয়ারির মতো আরেকটি ভোটবিহীন নির্বাচন করে তারা পার পেয়ে যাবে, তা কিছুতেই সম্ভব না।
জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষার শপথ নিয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এজেড/ওএইচ/এমজেএফ