রোববার (০২ জুলাই) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারুক। জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুর নাহার ইয়াসমিন জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানীর পল্টন থানার ছয় মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ফারুক। বিচারক দুই মামলায় জামিন মঞ্জুর করলেও চার মামলায় জামিনের আবেদন নাকচ করে দেন।
২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে মামলাগুলো দায়ের করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এমআই/জেডএস