ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে ক্ষমতাসীনরা পদত্যাগ করতো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে ক্ষমতাসীনরা পদত্যাগ করতো সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপি নয়, দেশের জনগণ খুশি হয়েছে। কারণ, এই রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

রোববার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন।

শনিবার (৫ আগস্ট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন, ষোড়শ সংশোধনীর এই রায়ে বিএনপি খুব বেশি উৎসাহী হয়ে পড়েছে।

এর জবাবে মির্জা ফখরুল বলেন, যেহেতু রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সেহেতু ক্ষমতাসীনদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। সে কারণে তারা এখন এ ধরনের বক্তব্য দিচ্ছেন।  

গণতন্ত্রের প্রতি ক্ষমতাসীনদের ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে তারা পদত্যাগ করতো বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

শুক্রবার (৪ আগস্ট) সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক অনুষ্ঠানে বলেন, যতবার ষোড়শ সংশোধনীর রায় বাতিল হবে, ততবারই সংসদে পাস হবে।

এ প্রসঙ্গে ফখরুল বলেন, তার এ বক্তব্যকে আমরা খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না। এটা সর্বোচ্চ আদালতের রায়। এই রায় নিয়ে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীরা যা বলছেন, এটা আদালত অবমাননার শামিল। সুতরাং এ বিষয় নিয়ে আমরা কিছু বলতে চাই না।

ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল। এসময় ড্যাব মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।