ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘বিচার বিভাগের ওপর হাত দেবেন না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
‘বিচার বিভাগের ওপর হাত দেবেন না’ গোলটেবিল আলোচনা, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিচার বিভাগের ওপর হাত না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান আপনাদের আয়ত্তে, এতে কোনো প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান নেই!’

তিনি বলেন, ‘সবকিছু আপনারা দলীয়করণ করেছেন। দয়া করে বিচার বিভাগের উপর হাত দেবেন না।

শনিবার (২৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে দৈনিক আমার দেশসহ সব বন্ধ সংবাদমাধ্যম খুলে দেওয়ার দাবিতে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।  

সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।