সোমবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ-২ মিয়াজী মো. শহিদুল আলমের আদালতে আজাদ আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন দেন। এর আগে এ মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
আজাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারে হরতালের দু’টি নাশকতার মামলায় আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজাদ নিজে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে দু’টি মামলায়ই জামিন দেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, ‘বিএনপির টানা তিনমাসের হরতাল-অবরোধের সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও আমার বিরুদ্ধে নাশকতার মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিলো। এর আগেও আড়াইহাজারে একটি হত্যা মিথ্যা মামলার আসামি করা হয়েছিলো। ’
আদালতে হাজিরার সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রিয়াদ মো. চৌধুরী, আকরাম প্রধান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান, জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, মাহমুদুল্লাহ, রূপগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আপন, জেলা ছাত্রদল নেতা রবিন, লিংকন, হামিদুর রহমান সুমন, ফয়সাল খান স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল, জাহিদ, সোলেমান, সেলিম, রাজন, শাহ আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জিপি