বুধবার (৩০ আগস্ট) দুপুরে ম্যাচের প্রায় সাড়ে তিন দিনের মাথায় ২০ রানের জয় নিশ্চিত হওয়ার পর পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।
বিএনপি চেয়ারপারসন তার বার্তায় বলেন, টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেটবিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে, তাতে আমি গর্বিত ও আবেগাপ্লুত।
খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে লাল-সবুজের পতাকাবাহীরা ধারাবাহিকভাবে এ ধরনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে। ক্রিকেটবিশ্বে অস্ট্রেলিয়ার মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে- একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়।
এ বিজয়ের জন্য খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
পৃথক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ২০ রানের এ জয় প্রমাণ করে, ক্রিকেটবিশ্বে বাংলাদেশ দল আর পিছিয়ে নেই। তাদের এই বিজয় বাংলাদেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে। টাইগার দলের সাফল্যে ক্রিকেটপ্রেমীদের মতো আমিও যারপরনাই আনন্দ ও গর্ববোধ করছি।
ফখরুলও দৃঢ়ভাবে আশাবাদী— ভবিষ্যতেও বাংলাদেশি টাইগারদের এ ধরনের সাফল্য অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এইচএ/