ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রোহিঙ্গা ইস্যু কূটনৈতিকভাবে মোকাবেলায় সরকার ব্যর্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
রোহিঙ্গা ইস্যু কূটনৈতিকভাবে মোকাবেলায় সরকার ব্যর্থ ঢাকা মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত আলোচনা সভা/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রোহিঙ্গা ইস্যু কূটনৈতিকভাবে মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর) বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবেশী দেশ মায়ানমারের রোহিঙ্গা সমস্যা এখন বাংলাদেশের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সে দেশে সামরিক অভিযানে নিরীহ নিরস্ত্র মানুষ প্রাণ হারাচ্ছেন।

বাঁচার তাগিদে যারা বাংলাদেশে আশ্রয় নিতে আসছে, মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া যেমন বাংলাদেশের দায়িত্বের মধ্যে পড়ে, তেমনি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও সরকারের দায়িত্ব। কিন্তু সরকার রোহিঙ্গা ইস্যু কূটনৈতিকভাবে মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোহিঙ্গা ইস্যু জাতিসংঘে উত্থাপনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের উচিত এ বিষয়টি এখনই জাতিসংঘে তোলা। বিষয়টি নিয়ে এখন চুপ করে বসে থাকার সুযোগ নেই।

‘বিএনপি বেসামাল হয়ে পড়েছে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই বেসামাল হয়ে পড়েছে। জনপ্রিয়তা ও জনসমর্থনের ধস দেখে তারা অংশগ্রহণমূলক নির্বাচন দিতে ভয় পাচ্ছে। পায়তাড়া করছে আরেকটি একতরফা নির্বাচন দেওয়ার। কিন্তু ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না।

ঢাকা মহানগর  (উত্তর ) বিএনপির সহ সভাপতি মুন্সি বজলুল বাছিদ মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা মহানগর  (দক্ষিণ ) বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।