ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ, ছবি: আরিফ জাহান

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথমে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ, ছবি: আরিফ জাহানপরে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

তিনি বলেন, ‌'মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না। বরং জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার টিকে থাকতে পারবে না। '

তাই অবিলম্বে তারেক রহমান ও জিয়া পরিবারসহ দলের সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তা না হলে সরকারের বিরুদ্ধে দ‍ুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির ওই নেতা।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকির, যুবদল নেতা সহিদুন্নবী সালাম, রাফিউল ইসলাম রুবেল, অধ্যক্ষ শাহীন, জহুরুল ইসলাম ফুয়াদ, আনোয়ার হোসেন সান্টু, শামীম হোসেন, ছাত্রদল নেতা হারুনুর রশিদ সুজন, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।