ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিএনপি

গাড়িবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, অক্টোবর ২৯, ২০১৭
গাড়িবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ গাড়িবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা মহানগর যুবদলের নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) ওই দলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বিকেল ৩টার দিকে শহরের গলাচিপা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন।

সমাবেশে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে নেতা খোরশেদ বলেন, তাদের গ্রেফতার না করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল প্রধান, জুয়েল রানা, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, যুবদল নেতা আলামিন খান, মাহাবুবুল হাসান জুলহাল ও ইকবাল হোসেনসহ অন্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।