ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ-সমাবেশ বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ-সমাবেশ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টায় নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে পুলিশ বেস্টনিতে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। পরবর্তীতে সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একইভাবে মহানগর বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করে।

অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকে আবুল কালাম শাহিন, কোতয়ালি বিএনপি সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, গৌরনদী বিএনপি সভাপতি আবুল হোসেন প্যাদা, হিজলা বিএনপি আহ্বায়ক গফফার তালুকদার, মেহেন্দিগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, বাবুগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান প্রিন্স, সভাপতি ইসরাত জাহান কচি, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসির হাওলাদারসহ বিভিন্ন পৌর ও উপজেলা বিএনপি নেতারা।

অপরদিকে বিএনপি দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম ফরিদ, রফিকুল ইসলাম রুনু সরদার, সাবেক মহানগর যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আলি হায়দার বাবুল, মহিলা দলের তাছলিমা কালাম পলি, আয়সা তৌহিদা লুনা প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, মামলা-হামলা করে খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের ঘায়েল করা যাবে না। খালেদার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়েই গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। এ হামলার শিকার শুধু বিএনপির নেতাকর্মীরা নয় সাংবাদিকরাও হয়েছেন।

এ সময় বক্তারা এই হামলার তীব্র ও প্রতিবাদ জানান।

বাংলা‌দেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।