ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে মহানগর বিএনপির বিক্ষোভ-মিছিল।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে মহানগরীর মালোপাড়ায় কাবিল ম্যানসনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয়ের সামনেই বসে পড়েন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বাংলানিউজকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ-মিছিল ছিল।

কিন্তু বিক্ষোভ-মিছিল করার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রাস্তার ওপর বসে পড়েন। সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের মোসাদ্দেক হোসেন বুলবুল।

পুলিশি বেষ্টনির মধ্যে অনুষ্ঠিত ওই পথসভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য শহীদুন্নাহার কাজী হেনা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহ মুখদম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা।

আগামী দিনের কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে সরকারকে মোকাবেলা করার প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান পথসভায় বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।