ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘গণতন্ত্র রক্ষা করতে পারলেই হবে বড় প্রতিশোধ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
‘গণতন্ত্র রক্ষা করতে পারলেই হবে বড় প্রতিশোধ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে। এরপরও খালেদা জিয়া তথা বিএনপির কারও ওপর কোনো প্রতিশোধ স্পৃহা নাই। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। যদি গণতন্ত্র উদ্ধার করতে পারি, সেটাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ।’  

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

গয়েশ্বর রায় বলেন, ‘‘এরই মধ্যে আমাদের নেত্রী (খালেদা জিয়া) বলেছেন, ‘আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি।

’ এই কথা তিনি কোনো কনসেপশনের জন্য বলেন নাই। তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি কারো সঙ্গে অশোভন আচরণও করবেন না। ’’ 

তিনি বলেন, ‘আমাদের নেত্রী যেহেতু প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। তিনি বলেছেন, ব্যক্তি বা কোনো দলের প্রতি কটাক্ষ করা বা প্রতিশোধ নেওয়া আমার লক্ষ্য না। আমি গণতন্ত্রের জন্য লড়াই করি, গণতন্ত্র ফিরে পেতে চাই। ’

দুর্নীতির মামলা দিয়ে নানা নাটকীয়তার মাধ্যমে সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করার নীল নকশা কষছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর।  

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফারহানা জাহান নিপার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি ড. দেওয়ান মো. সালাহ উদ্দিন বাবু,  বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন হানিফ।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।